শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নওগাঁয় ১২ লাখ টাকার ফুল নষ্ট

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ১২ লাখ টাকার ফুল নষ্ট

নওগাঁর ধামইরহাটে করোনার প্রভাবে এক ফুল চাষির ১২ লাখ টাকার ফুল খেতে নষ্ট হচ্ছে। এনজিও থেকে ঋণ নিয়ে ফুল চাষ করলেও বর্তমানে বিরাট অংকের লোকসান গুনতে হচ্ছে। সরকারের কাছে সাহায্য চেয়ে আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত ফুল চাষি। ফুল চাষি জাকারিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সব অর্থ ফুল বাগানে বিনিয়োগ করেছি। কিন্তু এখন বাগান থেকে কোনো আয় পাওয়া যাচ্ছে না। সব ফুল নষ্ট হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি। সরকারি সহায়তা ছাড়া আমি ঘুরে দাঁড়াতে পারব না। ফুল চাষি জাকারিয়া উপজেলা কৃষি অফিসার বরাবর সরকারি আর্থিক সহায়তা চেয়ে একটি আবেদন করেছেন। বিশিষ্ট সংগীতশিল্পী জাহাঙ্গীর আলম বলেন, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সরকারি ও বেসরকারি এবং বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাপক ফুলের চাহিদা থাকে। কিন্তু তিন মাস ধরে সব অনুষ্ঠান প্রায় বন্ধ। এ ছাড়া এই এলাকার সব অনুষ্ঠানে ফুল সরবরাহ করেন ফুল চাষি জাকারিয়া। তার ফুল বাগানকে বাঁচিয়ে রাখতে সরকারি প্রণোদনা দেওয়ার দাবি জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা ফুল চাষির আবেদনের প্রাপ্তিতা স্বীকার করে বলেন, এ সময় প্রচুর ফল বিক্রি হয়। কিন্তু করোনার প্রভাবে সব অনুষ্ঠান বন্ধ হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফুল চাষি জাকারিয়ার দুটো বাগান পরিদর্শন করা হয়েছে। সত্যিই বাগানের করুণ পরিস্থিতি। তবে সরকার ফুল চাষিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রণোদনা হিসেবে মাত্র ৪ ভাগ সুদে ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে। আশা করি তিনি এর আওতায় পড়বেন এবং আবারও পুরোদমে বাগানে ফুল চাষ করতে পারবেন। 

সর্বশেষ খবর