শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

গত ২ সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৯৯৩ জন

বেনাপোল প্রতিনিধি

ভারতে আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা বিশেষ ব্যবস্থাপনায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন। গত দুই সপ্তাহে এসেছেন ৯৯৩ জন। এদের মধ্যে তিনজন মৃত। বাকিদের মধ্যে ৮৮৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। এ ছাড়া ১০১ জন কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরে গেছেন। বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, করোনাভাইরাসের কারণে ভারতে গিয়ে অনেক পাসপোর্ট যাত্রী আটকে পড়েছেন। এদের মধ্যে গত ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৯৯৩ জন বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন। তাদের মধ্যে তিনজন মৃত। বেনাপোল ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে তাদের মধ্যে বেনাপোল পৌরসভার কমিউনিটি সেন্টার ও ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসায় ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১০১ জন কোয়ারেন্টাইন শেষে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।

বেনাপোল ইমিগ্রেশনে চিকিৎসক মুজিদ বলেন, ভারতফেরত কোনো যাত্রীর মধ্যে এখন পর্যন্ত করোনা উপসর্গ দেখা যায়নি। তবুও এদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা কেউ করোনায় আক্রান্ত হয়নি।

সর্বশেষ খবর