শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

প্রতিদিন ডেস্ক

কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

ময়মনসিংহে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা। তবে চলমান করোনা পরিস্থিতিতে ধান কাটা নিয়ে যখন শঙ্কায় ছিলেন কৃষক, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকালের ধান কাটা নিয়ে প্রতিনিধিদের পাঠানো খবর- ময়মনসিংহ : অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। গতকাল দিনভর নগরের রহমতপুরের পাঁচ বর্গাচাষির ২৯৩ শতক জমির ধান কেটে দেয় মহানগর যুবলীগ ও জেলা ছাত্রলীগ। মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমানের পক্ষ থেকে ১৫৭ ও ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিনের পক্ষ থেকে ১৩৬ শতক পাকা ধান কেটে দেওয়া হয়। পরে কৃষকের বাড়ির উঠানেও পৌঁছে দেওয়া হয় ধান। এ দুই নেতা জানান, ‘কেন্দ্রের নির্দেশ ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহসভাপতি আমিনুল হক শামীম এবং সিটি মেয়র ইকরামুল হক টিটুর সহযোগিতায় আমরা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি।’ ভালুকা : হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অনীক তালুকদারের নেতৃত্বে ২০ নেতা-কর্মী গত দুই দিন ধরে উপজেলার সিড স্টোর এলাকার কৃষক ইদ্রিস আলীর ২ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন। নরসিংদী : জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন। ধান কাটায় অংশ নেন মোশারফ হোসেন ভুইয়া, রবিউল আলম একমি, রাকিব হাসান, হাফিজুর রহমান সৈকত, আসলাম খানসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় ৫০ নেতা-কর্মী। নোয়াখালী : এ দুর্যোগপূর্ণ মুহূর্তে নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আমির খসরু। প্রায় ৫ একর জমির ধান কেটে দেন সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী। শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়ার কৃষক আইয়ুব আলীর খেতের ধান কেটে দিয়েছেন শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ২০ নেতা-কর্মী মিলে শ্রীমঙ্গল হাইল হাওরে ওই কৃষকের ২ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন। সাইদুর রহমান সুজাত ও উজ্জ্বলকান্তি দাশ বলেন, ‘শ্রমিক সংকট বা আর্থিক সংকটে থাকা এ উপজেলার কৃষকের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের ধানও আমরা কেটে দেব।’ টঙ্গী : টঙ্গীর বিভিন্ন এলাকায় গতকাল বৃষ্টিতে ভিজে ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে দিয়েছেন। টঙ্গী থানা ছাত্রলীগ সভাপতি কানন মোল্লা, কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী মঞ্জু, থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমান আলী, জীবন দাস ও বিপ্লব সরদার, ছাত্রলীগ নেতা হুমায়ন কবির বাপ্পি ও সুজনের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে কৃষকের ধান কেটে দেওয়া হয়।

এতে অংশ নেন আরিফ হোসেন, শাহ আলম সরকার, লাবিবুর রহমান লাবিব, নয়ন হাসান প্রমুখ।

সর্বশেষ খবর