শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

১০ টাকার চাল বিতরণে অনিয়ম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম  জোড়কানন ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। ডিলার জাফর আহাম্মেদ উপজেলার ধনপুর গ্রামের বাসিন্দা। সুয়াগঞ্জ বাজারের ১০ টাকা দরের চালের ডিলার তিনি। এ ঘটনায় আবুল মিয়া নামের এক ব্যক্তি গত ১৯ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসক, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, চালের ডিলার জাফর আহাম্মদ ভুয়া তালিকা তৈরি করে চাল আত্মসাৎ করে আসছে। তালিকাভুক্তরা চালের জন্য গেলে তাদের গালমন্দ করে তাড়িয়ে দেন। অভিযোগকারী আবুল মিয়া বলেন, চালের জন্য গেলে লোকজনদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফিরিয়ে দেন, যারা পায় তারা ৩০ কেজির চালের বিপরীতে ১৫ কেজি চাল পায়। এ বিষয়ে অভিযুক্ত চালের ডিলার জাফর আহাম্মদ বলেন, আমি এ বিষয়ে ফোনে কোনো কথা বলব না। জোড়কানন ইউপি চেয়ারম্যান হাসমত উল্ল্যাহ বলেন, আমার জানামতে অনিয়ম করে না, ৩০ কেজি চাল, ১৫ কেজি করে দুজনের কাছে ভাগ করে বিক্রি করেন।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করব। দোষী হলে ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ খবর