রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মানবতার বাজার

দিনাজপুর প্রতিনিধি

মানবতার বাজার

দিনাজপুরে ‘মানবতার বাজার’ থেকে সবজি নিচ্ছেন হতদরিদ্র মানুষ -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের কারণে কর্মহীন, দিনমজুর, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যের ‘মানবতার বাজার’ বসিয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগ। এ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থবিধি মানতে ঘরে থাকতে হচ্ছে। এতে কর্মহীন ও বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষগুলো। এমন পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে ছাত্র সংগঠনটি। গতকাল উপজেলার ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে এই ‘মানবতার বাজারে দেখা যায় আলু, পিয়াজ, টমেটো, করল্লা ও শাকসহ বিভিন্ন সবজির সমাহার রয়েছে। সামাজিক দূরত্ব মেনে এ উপজেলার যে  কোনো অসহায় ও দরিদ্র ব্যক্তি লাইনে দাঁড়িয়ে এ বাজার থেকে বিনামূল্যে সবজি সংগ্রহ করতে পারছেন। সেই সঙ্গে সবজি নিতে আসা ব্যক্তিদের শরীরে ও বাজারের ব্যাগে জীবাণুনাশক স্প্রে করে বাজারের পণ্যসামগ্রী তুলে দিচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ বলেন, দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের দিকনির্দেশনায় বিনামূল্যে ‘মানবতার বাজার’ বসিয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর