রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণ পায়নি দেলদুয়ারের ২ হাজার দরিদ্র পরিবার

টাঙ্গাইল প্রতিনিধি

ত্রাণ পায়নি দেলদুয়ারের ২ হাজার দরিদ্র পরিবার

দেলদুয়ার উপজেলার কর্মহীন মানুষ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের চারটি গ্রামে প্রায় দুই হাজার হতদরিদ্র পরিবার এখনো ত্রাণ সহায়তা পায়নি। করোনার প্রভাবে শ্রমজীবী এসব মানুষের দিন কাটছে অনাহার-অর্ধাহারে। এদের বেশিরভাগই জেলে, কাঠমিস্ত্রি, দিনমজুর ও ভ্যানচালক। এসব পরিবারের কয়েক সদস্য জানান, ঘরে রান্না করার মতো চাল নেই। খেয়ে না খেয়ে দিন পার করেছেন তারা। করোনাভাইরাসে নয়, কাজ করতে না পারলে তারা না খেয়েই মারা যাবেন। তাদের ভাষ্য, শিশুদের দুধ খাওয়াতে পারছি না। দুধ ছাড়া বাচ্চাদের সুজি খাওয়ানো হচ্ছে। এলাসিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিম তালুকদার জানান, ত্রাণের জন্য আমার ওয়ার্ডের হতদরিদ্র নামের তালিকা চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে। মেম্বার হিসেবে এখন পর্যন্ত আমি কোনো ত্রাণসামগ্রী পাইনি। কাউকে কিছু দিতে পারিনি। সংরক্ষিত মহিলা সদস্য লাকী ভূঁইয়া জানান, এলাসিন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অসংখ্য হতদরিদ্র লোকের বাস। মহামারী করোনাভাইরাসের কারণে তারা এখন বেকার। কাজ না পেয়ে কষ্টে দিন কাটছে তাদের। এখন পর্যন্ত কোনো পরিবারই সরকারি ত্রাণ সহায়তা পায়নি। বিশেষ করে নদী ভাঙনকবলিত গাছকুমুল্লীর দেড় শতাধিক পরিবার মাববেতর জীবনযাপন করছে। ইউপি চেয়াম্যান বেলায়েত হোসেন জানান, নিম্নআয়ের মানুষদের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ আমরা পাচ্ছি তা নীতিমালা অনুযায়ী বরাদ্দ করা হবে। আপনারা একটু ধৈর্য্য ধরেন।

সর্বশেষ খবর