রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মাটিতে ফাটল, ৫০ পরিবারকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মাটিতে ফাটল, ৫০ পরিবারকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

ফাটল এলাকা পরিদর্শনে ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মনিয়ন্ধ জয়পুরমুড়ায় মাটিতে ফাটল দেখা দিয়েছে। জানমালের নিরাপত্তায় আইনমন্ত্রীর নির্দেশে সরিয়ে নেওয়া হচ্ছে ৫০টি পরিবারকে। গতকাল উপজেলা প্রশাসন এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের জয়পুরমুড়ায় বসবাসকারীদের জানমাল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকার জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিকাল ৪টার মধ্যে বসবাসকারীদের জায়গা খালি করে ইউনিয়নের একটি হাই স্কুল ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। জানা গেছে, ৫/৬ বছর আগে একটি গভীর নলকূপ বসানোর সময় ওই এলাকায় প্রথম ফাটলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা চেষ্টা করে তা বন্ধ করে। বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টি সময় হঠাৎ করে একটি বসতঘরসহ কয়েকটি স্থানের ভূমিতে নতুন করে ফাটল সৃষ্টি হয়।

সর্বশেষ খবর