রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ইস্যু হওয়ার ১৩ মাস পর পেলেন ভিজিডি কার্ড!

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুুরে ইস্যু হওয়ার ১৩ মাস পর ভিজিডি কার্ড হাতে পেয়েছেন মদিনা খাতুন নামে এক নারী। ১৩ মাসের উত্তোলন হওয়া ১২ বস্তা চাল মদিনা খাতুনের জাল টিপসই দিয়ে তা উঠিয়ে আত্মসাত করা হয়েছে। উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। মদিনা খাতুন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাউসার খন্দকারের স্ত্রী। ২০১৯ সালের ১১ মার্চ মদিনা খাতুনের নামে দৌলতপুর মহিলা বিষয়ক কার্যালয় থেকে প্রতি মাসে ৩০ কেজি খাদ্যশস্যের ভিজিডির কার্ড বরাদ্দ দেওয়া হয়। যার নম্বর ৭১। কিন্তু এ কার্ড ইস্যু হওয়ার ব্যাপারে কিছুই জানতেন না মদিনা খাতুন।

তবে তার কার্ড ব্যবহার করে গত ১২ মাসে ৩০ কেজি করে ১২ বস্তা চাল উত্তোলন করে নেওয়ার অভিযোগ উঠেছে। মদিনা খাতুন জানান, ২০১৯ সালের প্রথমের দিকে স্থানীয় মহিলা মেম্বার তাকে ভিজিডি চালের কার্ড করে দেওয়ার কথা বললে তার কথা অনুসারে নিজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি দেন তিনি। কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও তার নামে কোনো কার্ড ইস্যু হয়নি বলে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়।

সর্বশেষ খবর