রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মাটির ব্যাংকে জমানো টাকায় ত্রাণ তহবিলে দিল শিশুশিক্ষার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি

মাটির ব্যাংকে জমানো টাকায় ত্রাণ তহবিলে দিল শিশুশিক্ষার্থী

করোনাভাইরাসের কর্মহীন হয়ে পড়েছে দেশের বেশিরভাগ মানুষ। দৈন্যতায় দিন কাটছে নিম্নআয়ের লোকজনের। এ অবস্থায় প্রিয়জনের উপহার ও টিফিনের টাকা বাঁচিয়ে জমানো টাকা কর্মহীন, অসহায়, অসচ্ছল ও অভুক্ত মানুষদের উপহার দিয়েছে ঠাকুরগাঁও সেন্ট মাদার তেরেসা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. এ কে এম কামরুজ্জামান সেলিমের হাতে গতকাল তার মাটির ব্যাংকে জমানো ২ বছরের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমার জন্য তুলে দেয়। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আবদুল লতিফ ও গৃহিণী নাসিমা বেগমের মেয়ে।

 মুক্তা জানান, আমি টিভিতে দেখেছি গরিব মানুষরা অসহায়ভাবে দিনযাপন করছেন। তারা অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাই আমার দুই বছরের টিফিনের জমানো টাকা ও বিভিন্ন সময় উপহারের জমানো টাকা গরিব মানুষদের জন্য দিয়ে দিলাম।

সর্বশেষ খবর