রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ধান কাটতে যাচ্ছেন ৩০০ শ্রমিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

করোনা প্রাদুর্ভাবে দেশজুড়ে কৃষিশ্রমিক সংকট থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের ধান ও গম কাটাসহ মাড়াই করতে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা বিভিন্ন জেলায় যেতে পারবেন। এ জন্য তাদের কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যায়নপত্র লাগবে। এর ধারাবাহিকতায় জেলার ৩০০ ধানকাটা শ্রমিক অন্য জেলায় যাচ্ছেন। গতকাল ধানকাটা শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জ পিটিআই-এ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জানান, শ্রমিকদের শরীরের তাপমাত্রা ও ডায়াবেটিকসহ পরীক্ষা করার পর পুলিশের ব্যবস্থাপনায় তাদের বিভিন্ন জেলায় পাঠানো হবে।

 

ঠাকুরগাঁও থেকে গেলেন ২৬ জন : ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বিশেষ বাসে হাওর অঞ্চল নেত্রকোনায় ধান কাটতে গেলেন ঠাকুরগঁাঁওয়ের রানীশংকৈল উপজেলার ২৬ জন কৃষিশ্রমিক। গত বৃহস্পতিবার বিকালে তারা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে যাত্রা করেন। রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা বলেন, কৃষিশ্রমিকদের কর্মসংস্থান এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কৃষি বিভাগের বিশেষ ব্যবস্থাপনায় শ্রমিকদের পাঠানো শুরু হয়েছে। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবতাফ হোসেন জানান, আরও শ্রমিক যাবে ধান কাটতে, তাদেরও তালিকা করা হচ্ছে।

সর্বশেষ খবর