সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দৌলতপুরে খোলা কল-কারখানা হাটবাজারে বাড়ছে ভিড়

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুরে খোলা কল-কারখানা হাটবাজারে বাড়ছে ভিড়

কুষ্টিয়ার দৌলতপুরে হাটবাজারে মানুষের ভিড় -বাংলাদেশ প্রতিদিন

কুষ্টিয়ার দৌলতপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে চলছে বিড়িসহ বিভিন্ন কল-কারখানা। একই সঙ্গে হাটবাজারে বাড়ছে মানুষের ভিড়। কেউ মানছে না সামাজিক দূরত্ব। উপজেলার বিভিন্ন এলাকা গতকাল ঘুরে দেখা গেছে, হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানায় শ্রমিকের দীর্ঘ সারি। সেখানে মানা হচ্ছে না সরকারি কোনো নির্দেশনা। গাদাগাদি করে শ্রমিকদের কারখানায় প্রবেশ কাজ করতে দেখা গেছে। একই অবস্থা আল্লারদর্গা বাজারের আশপাশে গড়ে ওঠা বিড়ি, সিগারেট, কয়েল, ম্যাচ, চালকল ও তামাক প্রক্রিয়াকরণ কারখানার। উপজেলা পরিষদ চত্বরে সোনালী ব্যাংক শাখায় ছিল লোকের ভিড়। দাঁড়িয়ে আছে একে অপরের গা ঘেঁষে। ভোরা ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আল্লারদর্গা বাজারে থাকে জনস্রোত। করোনা প্রতিরোধের কোনো নিয়ম মানা হয় না এ বাজারে। দৌলতপুর থানা বাজার, তারাগুনিয়া, মথুরাপুর, প্রাগপুর, খলিশাকুন্ডি, মহিষকুন্ডি ও ভাগজোত বাজার এবং ফিলিপনগর আবেদেরঘাটসহ বিভিন্ন এলাকার দৃশ্য প্রায় একই। এর মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে লোক আসা অব্যাহত রয়েছে। বিভিন্ন উপায়ে তারা দৌলতপুর এসে বাড়িতে অবস্থান নিচ্ছে। রাতের আঁধারে পরিবহন ভাড়া করে করোনা আক্রান্ত এলাকা থেকে প্রতিনিয়ত আসছে এ সব মানুষ। ফলে দৌলতপুরে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। হাটবাজারে মানুষের সমাগম ও কারখানা বন্ধে এবং বাইরে থেকে যাতে লোকজন আসতে না পারে সে ব্যপারে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি দৌলতপুরবাসীর।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনসমাগম না ঘটানো ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দৌলতপুরের ইউএনও শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী ও দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান দিনরাত কাজ করছেন। যার কারণে দৌলতপুর এখনো করোনামুক্ত রয়েছে।

সর্বশেষ খবর