মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বিনা চিকিৎসায় পাতানী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। গাংনী হাসপাতালে গতকাল দুপুরে তার মৃত্যু হয়। পাতানী উপজেলার ষোলটাকা গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী।

পাতানী খাতুনের ছেলে আওয়াল হোসেন বলেন, তার মা উচ্চ রক্তচাপের রোগী। হঠাৎ প্রেসার নেমে গেলে তাকে গাংনী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা রোগীর করোনা সংক্রমণ আছে সন্দেহে এক ঘণ্টারও বেশি বসিয়ে রাখেন। অনেক অনুনয় বিনয়ের পর একটি ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি করাতে পাঠায়। ইসিজি করোনোর পর মাকে আবার হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়ার মাত্র এক মিনিট পরই খুলে নেওয়া হয়। এর পরই মায়ের মৃত্যু হয়। আমরা দায়িত্বে অবহেলায় জড়িত চিকিৎসকদের বিচার দাবিতে লাশ নিয়ে শহীদ মিনারে অনশন করতে চেয়েছিলাম। গাংনীর ইউএনও বিচারের আশ্বাস দিলে লাশ বাড়ি নিয়ে যাই। গাংনী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রিয়াজুল আলম বলেন, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার পরিবর্তন না হওয়ায় কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়। স্বজনরা কুষ্টিয়া নিতে গড়িমসি করায় তার মৃত্যু হয়। মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, রোগীর হার্টে সমস্যা ছিল বলে জানতে পেরেছি। প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। চিকিৎসায় গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক আতাউল গনি জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে বলা হয়েছে।

সর্বশেষ খবর