বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

৪০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত, নেপথ্যে মাস্ক পিপিই কেলেঙ্কারি

এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যকর্মীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের একজন আউটডোর চিকিৎসকসহ মোট ১০ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান। ১০ জনের মধ্যে ৪ জনের নমুনা সংগ্রহের পর মঙ্গলবার সকালে তাদের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় বলে ফলাফলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল ঘোষিত ৩০০ শয্যা হাসপাতালে ৩০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। এ নিয়ে জেলায় প্রায় ৪০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন। কিন্তু কেন জেলায় স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে স্বাস্থ্যকর্মীরা। আক্রান্তদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে জানান, প্রথম থেকেই এন নাইনটি ফাইভ মাস্ক ও পিপিই দেওয়া হয়নি। পরে যে মাস্ক দেওয়া হয় তাতে এন নাইনটি ফাইভ বলে মিথ্যা ও নিম্নমানের পিপিই দেওয়া হয়েছে। এর দায় কে নেবে? তারা আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ লুকোচুরি নিয়ে কথা বললে শোকজ বা চাকরিচ্যুত করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। মূলত মাস্ক ও পিপিই কেলেঙ্কারি এ ঘটনার জন্য দায়ী বলে তারা মনে করছেন। জানা গেছে, জেনারেল হাসপাতালে এর আগে ছয়জন নার্স, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স চালকসহ স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ হয়ে আইসোলেশনে ছিলেন। আজ আরও চারজন আইসোলেশনে গেছেন। ডা. আসাদুজ্জামান জানান, একজন চিকিৎসক যিনি আউটডোরে নিয়মিত সেবা প্রদান করতেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সঙ্গে আরও নতুন ৩ স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ ধরা পড়েছে। তারা আইসোলেশনে রয়েছেন।

সর্বশেষ খবর