বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

টানা বৃষ্টিতে ক্ষতি রবিশস্যের

ভোলা প্রতিনিধি

টানা বৃষ্টিতে ক্ষতি রবিশস্যের

টানা চার দিনের বৃষ্টিতে ভোলায় অনেক রবিশস্যের খেত তলিয়ে গেছে। অসময়ের এমন ভারি বর্ষণে ব্যাপক ক্ষতির কারণে দিশাহারা কৃষক। তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মুগ, মরিচ, সয়াবিনসহ বিভিন্ন প্রকার রবিশস্য বেশ ভালো হয়েছিল। আর কদিন পরই ফসল তোলার কথা ছিল। কিন্তু তাদের সে আশা আর পূরণ হচ্ছে না। বৈশাখের মাঝামাঝি হঠাৎ করে আষাঢ় শ্রাবণের মতো একটানা ভারি বৃষ্টিতে অধিকাংশ খেত কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। জেলার ইলিশা, রাজাপুর, ভেদুরিয়া, ভেলুমিয়ায় মরিচ, মুগ, বাদামসহ অন্যান্য ফসল বৃষ্টির পানিতে ডুবে থাকায় পচে নষ্ট হয়েছে।

এতে বিপাকে পড়েছে কৃষক। এর মধ্যে ঋণ নিয়ে যেসব কৃষক ফসল করেছেন তারা কীভাবে দেনা পরিশোধ করবেন সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, টানা বৃষ্টিতে ১৭ হাজার ৪৫ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর