শিরোনাম
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণের জন্য অবরুদ্ধ চিকিৎসকরা

রাজবাড়ী প্রতিনিধি

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে ত্রাণ বিতরণের কথা জানতে পেরে রাজবাড়ীর পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করে পৌর এলাকার পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষ। ত্রাণ না পেয়ে একপর্যায়ে ডাক্তারদের আধ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তারা। পাংশার ইউএনও রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হতদরিদ্ররা বলেন, ত্রাণ বিতরণ করা হবে এমন তথ্য জানতে পেরে আমরা এখানে আসি।

চিকিৎসক সুমির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন তারা। সুমি বলেন, করোনাভাইরাসের কারণে এ বছর খাদ্য সহায়তার বিতরণের নির্দেশনা আসে। নির্দেশনা মোতাবেক ৭৫ হাজার টাকা ত্রাণের জন্য বরাদ্দ করে সোমবার ৭৫ জনের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করি। সেটা জানার পর মঙ্গলবার হতদরিদ্ররা দলবেঁধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করে।

সর্বশেষ খবর