বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
পুকুরপাড়ে স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে

তদন্ত কমিটি

গোপালগঞ্জ প্রতিনিধি

কোটালীপাড়া উপজেলার লখন্ডা গ্রামে নিগ্রহের শিকার স্বাস্থ্যকর্মী লোপা মল্লিককে (২১) পুকুরপাড়ে কোয়ারেন্টাইনে রাখার ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহসিন উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন বলে জানান ইউএনও।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান জানিয়েছেন। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন-কোটালীপাড়া থানার পরিদর্শক মো. জাকারিয়া ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী। শুকিয়ে যাওয়া পুকুরপাড়ে তালপাতার ছাপড়া ঘরে কোয়ারেন্টাইনের নামে এক সপ্তাহ ধরে তাকে দুঃসহ জীবন কাটাতে হয়েছে। সমাজের কিছু দুষ্টচক্র তাকে করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত থাকার অজুহাতে একাকী এভাবে থাকতে বাধ্য করে। বিষয়টি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। সেখানে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  সুশান্ত বৈদ্য। তার খোঁজখবর নেন এবং তাকে উদ্ধার করে তার বাড়ির একটি ঘরে কোয়ারেন্টাইনে থাকতে বলে আসেন। এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনারও প্রতিশ্রুতি দেন ইউএনও। এদিকে বিষয়টিকে ভিন্ন খাতে নিতে একটি প্রভাবশালী মহল মাঠে নেমেছে। ইতিমধ্যে তারা স্বাস্থ্যকর্মীকে দিয়ে লিখিয়ে নিয়েছে যে, সে নিজের ইচ্ছায় ওই পুকুরপাড়ে কোয়ারেন্টাইনে ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তদন্ত দল সবকিছু বিবেচনায় এনে প্রতিবেদন দাখিল করবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ঢাকার ইমপালস হাসপাতালে চাকরি করতেন এই নারী স্বাস্থ্যকর্মী। করোনাভাইরাসের কারণে কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়। বাড়িতে আসার খবর ছড়িয়ে পড়লে সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈর নির্দেশে এলাকাবাসী এই স্বাস্থ্যকর্মীকে তার বাড়ির প্রায় ৪০০ মিটার দূরে নির্জন স্থানে পুকুরপাড়ে তালপাতা দিয়ে ঝুপড়ি ঘর তৈরি করে কোয়ারেন্টাইনে রাখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর