শিরোনাম
শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

চাঁপাইয়ে কর্মহীন ৪ হাজার গৃহকর্মী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

করোনার প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মেস, হোস্টেল ও অনুষ্ঠান বন্ধ থাকায় জেলায় চার হাজার গৃহকর্মী কর্মহীন হয়ে পড়েছেন। কাজ না থাকায় এখন অর্থকষ্টে দিনযাপন করছেন তারা। পরিবারের সদস্যদের আহার জোগাড় করা নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই তাদের। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে প্রায় চার হাজার গৃহশ্রমিক হোটেলসহ, মেস, হোস্টেল, বাসাবাড়ি ও বিভিন্ন অনুষ্ঠানে কাজ করে থাকেন। কয়েকজন গৃহকর্মী জানান, করোনার কারণে এক মাস থেকে জেলা শহরের বিভিন্ন মেস, হোস্টেল বন্ধ থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। এ ছাড়া সংক্রমণের আশঙ্কায় বাসাবাড়ির মালিকরা কাজে আসতে নিষেধ করেছেন। এখন তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বেকার এক হাজার স্বর্ণের কারিগর : এদিকে করোনার কারণে চাঁপাইনবাবগঞ্জের স্বর্ণশিল্পের মালিকদের দোকান বন্ধ থাকায় এক হাজার স্বর্ণের কারিগর মানবেতর জীবনযাপন করছেন। তাদের হাতে কাজ থাকলেও দোকান বন্ধ রেখেছেন মালিকরা। সরকারি নির্দেশনায় গত ২৬ মার্চ থেকে সব অনুষ্ঠান বন্ধ রাখাসহ অত্যাবশকীয় দোকান ব্যতীত সব দোকান বন্ধ করে দেওয়া হয়। এতে করে স্বর্ণের দোকান মালিকরাও তাদের দোকান বন্ধ করে দেন।

শহরের পুরাতন বাজারের জনি জুয়েলার্সের স্বত্বাধিকারী মোশতাকিম হোসেন জানান, মালিকরাও অর্থনৈতিক সংকটে পড়েছেন। বেকার হয়ে পড়েছেন কারিগররা। তাদের হাতে তেমন অর্থ নেই। স্বর্ণশ্রমিক নাইম হাসান জানান, করোনার প্রভাবে সব জুয়েলারি ব্যবসার পাশাপাশি সব কারখানা বন্ধ রয়েছে। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় তারা এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন।

সর্বশেষ খবর