শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরা যাবে না

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদে মাছধরা ও পোনামাছ নিধন বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১ মে থেকে তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এ আগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ব্যবস্থাপক লে. কর্নেল  তৌহিদুল ইসলাম জানান, এ হ্রদ দেশের কার্পজাতীয়  মাছের প্রাকৃতিক প্রজননের অন্যতম স্থান। প্রতি বছর প্রাকৃতিক প্রজননকৃত মাছের ৩১ ভাগ কাতল, ১২ ভাগ রুই, ৭ ভাগ মৃগেল ও ৫১ ভাগ কালিবাউশ প্রজনন হয়। জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত  হ্রদ এলাকায় সকল প্রকার মৎস্য আহরণ, সংরক্ষণ, বিপণন, শুকানো ও পরিবহণ সম্পন্ন নিষিদ্ধ করা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে স্থানীয় সব বরফকল বন্ধ থাকবে।

 

সর্বশেষ খবর