শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

বেকায়দায় অসচ্ছল শতাধিক কুষ্ঠরোগী

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে অসচ্ছল শতাধিক কুষ্ঠরোগীর পরিবার করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছে। একদিকে লকডাউনের কারণে তাদের চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। অপরদিকে কাজ না থাকায় এসব পরিবারে দেখা দিয়েছে খাদ্যাভাব। কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত ১৪৫ জন কুষ্ঠরোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম সদরে রয়েছেন ২৩ জন। এছাড়া রাজারহাটে ১৯, চিলমারী ও নাগেশ^রীতে ১৭ জন করে, রৌমারী ও ভুরুঙ্গামারীতে ১৪ জন করে, উলিপুরে ১২, চর রাজিবপুরে ১১ এবং ফুলবাড়িতে আছেন ১০ জন। স্বাস্থ্য বিভাগ জানায়, একজন সংক্রামক কুষ্ঠরোগীর হাচি-কাঁশির মাধ্যমে বাতাসে মিশে নি:শ্বাসের মাধ্যমে সুস্থ লোকের দেহে প্রবেশ করে। কুষ্ঠরোগীর ১৫-২০ ভাগ সংক্রামক। বাকি ৮০-৮৫ ভাগ অসংক্রামক। করোনা পরিস্থিতিতে অসচ্ছল পরিবারের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ খবর