শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রী বরাবর সিপিবির স্মারকলিপি

পঞ্চগড় প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সুপারিশ ও দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা শাখা। গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়। পার্টির নেতারা ১৪ টি দাবি ও সুপারিশের কথা স্মারকলিপিতে উল্লেখ করেন।

 

জাতীয় বাজেট পুনর্বিন্যস্ত করে করোনা মোকাবিলার জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা, চিকিৎসা খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ, সেনাবাহিনীর মাধ্যমে অসহায় পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের রেশন কার্ড দেওয়াসহ তিন মাসের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, সবেতনে ১/২ মাস গার্মেন্ট বন্ধ রাখা, অসৎ ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য নজরদারি বৃদ্ধি ও কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া ও সরকার ঘোষিত অর্থনীতি পুনরুদ্ধার প্রণোদনার সিংহভাগ সরাসরি কৃষক, শ্রমজীবী, ক্ষুদে ও মধ্য বিনিয়োগকারীদের প্রদানসহ জনগুরুত্বপূর্ণ ১৪ টি দাবি ও সুপারিশ তুলে ধরেন তারা।

সর্বশেষ খবর