শিরোনাম
শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

খাল খননে কৃষকের সোনালি স্বপ্ন

নওগাঁ প্রতিনিধি

খাল খননে কৃষকের সোনালি স্বপ্ন

পুনঃখননের পর ধামইরহাটের টুটিকাটা খাল -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর ধামইরহাটের টুটিকাটা খাল পুনর্খনন করায় দুই পাড়ের কৃষক সোনালি স্বপ্ন দেখছেন। খাল খনন হওয়ায় উপকৃত হবেন হাজারো কৃষক। সাড়ে ১২ কিলোমিটার খালের ৩ কিলোমিটার খনন করা হলেও বাকি অংশ খননের দাবি জানিয়েছেন কৃষকরা। জানা যায়, টুটিকাটা খালটি দীর্ঘদিন খনন না করায় ভরাট হয়ে যায়। সামান্য পানিতেই খাল উপচে ফসলি জমি ও বাড়িঘর তলিয়ে যেত। এই সমস্যা থেকে উত্তোরণের জন্য টেকসই ক্ষুদ্রকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খনন কাজ করে টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। খাল খনন করায় গাংরা, পূর্ব শালুককুড়ি, বীরগ্রাম মোল্লাপাড়া, কাটনা, বানিয়াপাড়া, টুটিকাটাইসহ কয়েক গ্রামের কৃষক সুবিধা পাবেন। টুটিকাটা খালের পূর্ব পাড়ের কৃষক আফজাল এবং পশ্চিম পাড়ের সুবিধাভোগী আমেনা বলেন, খালটি পুনর্খনন করায় এখন সমস্যা আর নেই। খালের পানি ব্যবহার করে কৃষকরা বৃষ্টি ছাড়াই আউশ ধান চাষ শুরু করতে পারবেন। তাছাড়া খালের পানি ব্যবহার করে রবি মৌসুমে আলু, গম, সরিষা, পিয়াজ ও রসুনসহ শষ্য ও শাকসবজি উৎপাদন হবে। টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোতারফ হোসেন বলেন, খালটি পুনর্খনন করায় সমিতির ৪৭১ জন সদস্য প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে। সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান বলেন, এ খালকে কেন্দ্র করে এ অঞ্চলের কৃষকরা সংগঠিত হয়েছে।

 তারা এখন সমবায়ভিত্তিক চাষবাদ করছে। এলজিইডি ধামইরহাট উপজেলা প্রকৌশলী আলী হোসেন বলেন, খাল পুনর্খননের ফলে ওই এলাকার কৃষির প্রসার ঘটিয়ে, মৎস্য চাষ ও হাঁস পালনসহ অন্য সুবিধা বেড়েছে। এতে সমিতির সদস্যের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। খালের বাকি অংশ পুনর্খননের জন্য বরাদ্দ এলে সে অংশও খনন করা হবে।

সর্বশেষ খবর