শিরোনাম
রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন মানতে বলায় পুলিশের ওপর হামলা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ বাজারে সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন কার্যকর করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকালে উপজেলার রায়েদ বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার কারণে ভিড় হয়। খবর পেয়ে সিংহশ্রী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দোকান-পাট বন্ধ রাখতে ও জনসমাগম এড়াতে বলেন। এ সময় অসাবধানতাবশত পুলিশের লাঠির আঘাতে একটি দোকানের বাউন্ডারি গ্লাস ভেঙ্গে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসা হয়ে যায়। পুলিশ সদস্যরা ক্যাম্পে ফেরার সময় হঠাৎ কয়েকজন ব্যবসায়ী লাঠিসোঠা নিয়ে পিছন থেকে পুলিশের উপর হামলা চালায়। এ সময় এএসআই আবু কায়েসসহ তিন পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে কাপাসিয়া থানার এসআইআই নুরুল ইসলাম অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সাবেক মেম্বার বাদলকে পুলিশ গ্রেফতার করেছে।

সর্বশেষ খবর