রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

গাইবান্ধায় করোনায় মৃত সন্দেহে দাফনে বাধা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় গত শুক্রবার করোনা উপসর্গ নিয়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেলে তার দাফনে গ্রামবাসী বাধা দেন। পরে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমানে মুফিদুল ইসলাম তার লাশ অন্য একটি গ্রামে দাফন করে। বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু বলেন, মৃত ব্যক্তির বাড়ি ইউনিয়নের মধ্য কুমেদপুর গ্রামে। শুক্রবার বিকালে তার লাশ দাফনে গ্রামবাসীর বাধার মুখে একই ইউনিয়নের তালুক মন্দুয়ার গ্রামে তার শ্বশুরবাড়িতে দাফন করা হয়। গাইবান্ধা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান জানান, জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। শুক্রবার সকালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান। জাহাঙ্গীর কিছুদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহারিয়ার জানান, ওই মৃত বক্তির সংস্পর্শে আসা পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সর্বশেষ খবর