রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

‘কৃষি উন্নয়নে নানা প্রণোদনা দিচ্ছে সরকার’

পঞ্চগড় প্রতিনিধি

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘করোনাভাইরাসের প্রভাবে দেশের অর্থনীতির যে অগ্রযাত্রা শুরু হয়েছিল তা কিছুটা থেমে গেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এখন একমাত্র উপায় কৃষি। তাই সরকার কৃষি উন্নয়নে নানা প্রণোদনা দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো জমিই আপনারা ফেলে রাখবেন না। বাড়িতে বাড়িতে শাক-সবজি, মরিচ, পিয়াজ চাষ করুন। পঞ্চগড়ের ময়দানদীঘী ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, করোনাভাইরাস ঠেকাতে রেল পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিভিন্ন বিষয় বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার থেকে সারা দেশে রেলের লগেজ ভ্যানের কার্যক্রম শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

সর্বশেষ খবর