রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

বাল্যবিয়ে বন্ধ

নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলা বনবেলঘরিয়া এলাকায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। গতকাল দুপুরে নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিয়ে বন্ধ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, বনবেলঘড়িয়া এলাকার আবদুর রাজ্জাক তার মেয়ের বিয়ের বয়স না হওয়া সত্ত্বেও বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। পরিবারের অন্যদের অমতে উন্মাদ এক ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তিনি। তার আগেই মেয়ের বাবাসহ বিয়ের আয়োজকরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়। বাল্যবিয়ে যাতে না হয় সেজন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর