রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ অবরোধ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের বিভিন্ন সড়কে ইজিবাইক চলাচলে পুলিশের বাধার প্রতিবাদে জেলা ইজিবাইক চালক শ্রমিকরা গতকাল শহরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। ইজিবাইক চালকরা জানান, রাস্তায় বের হলেই পুলিশ আমাদের মারধর করে, চাবি নিয়ে যায়, তার কেটে দেয়, সিট নিয়ে যায়। রাস্তায় বের না হলে ছেলে-মেয়েদের খাওয়াব কী? আমরা কি না খাইয়া মরে যাব। আমাদের তো কেউ ত্রাণ দেয় নাই। পেটের দায়ে বাধ্য হয়ে রাস্তায় বের হই। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, করোনার কারণে লকডাউন চলছে। লোকজন যাতে বাইরে কম বের হয় সেজন্য পুলিশ সাময়িক সময়ের জন্য ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ করছে। পুলিশ সদস্যরা কোনো ইজিবাইক চালককে মারধর করেনি।

ট্রাফিক পুলিশ কয়েকটি ইজিবাইকের সিট নিয়ে গিয়েছিল, পরে তা ফেরত দিয়ে দেয়।

সর্বশেষ খবর