সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

বুড়িমারীতে পাটবীজ নিয়ে ৬১ জন ভারতীয় ট্রাকচালক আটকা

চিঠিতে সাড়া নেই দেশটির কর্তৃপক্ষের

লালমনিরহাট প্রতিনিধি

বুড়িমারীতে পাটবীজ নিয়ে ৬১ জন ভারতীয় ট্রাকচালক আটকা

বুড়িমারী বন্দরে আটকে পড়া শ্রমিকের একাংশ

বিশেষ ব্যবস্থায় বুড়িমারীতে পাটবীজ নিয়ে এসে আটকে পড়েছেন ৬১ জন ভারতীয় ট্রাকচালক। বাংলাদেশ থেকে তাদের ভারতে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় হাইকমিশনে চিঠি পাঠালেও সাড়া দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। ২৪ দিন ধরে ট্রাকেই খাওয়া-ঘুম চলছে তাদের। ফলে এই ট্রাকচালকরা করোনাভাইরাসের কারণে পরিবার-পরিজনের চিন্তায় দিশাহারা হয়ে পড়েছেন। সরেজমিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে গিয়ে দেখা গেছে, একটি ট্রাকে কেবিনে বসে নামাজ শেষে দুই হাত তুলে অঝোরে কেঁদে কেঁদে প্রার্থনা করছেন এক চালক। তার নাম ইজাহার আলী। বাড়ি ভারতের বিহার রাজ্যের মতিহার জেলার পশ্চিম চম্পারণ। নামাজ শেষে তার কাছে জানা গেল তাদের দুর্দশার কথা। ৪ এপ্রিল বিশেষ অবস্থায় পাটবীজ নিয়ে এ দেশে এসেছিলেন। স্থলবন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছে বিষয়টি। জানিয়েও কিছুই হচ্ছে না। ফলে বুড়িমারী স্থলবন্দর চত্বরে ২৪ দিন ধরে ট্রাকে খাচ্ছেন, আর মশার কামড়ে ঘুমিয়ে দিন পার করছেন তারা। জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কর্তৃপক্ষ চ্যাংরাবান্ধা স্থলবন্দর ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে। এতে ৬১টি পাটবীজের ট্রাক আটকা পড়ে ভারতে। এরপর অজ্ঞাত কারণে আরও তিন দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৪ এপ্রিল ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করে।  বাংলাদেশি সিঅ্যান্ডএফ এজেন্ট ও স্থলবন্দর কর্তৃপক্ষ ওই দিনই ট্রাক খালি করে সেগুলো ফেরত পাঠানোর ব্যবস্থা করে। ফেরার সময় বাধা দেয় ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর ও ভারতীয় কর্তৃপক্ষ। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) সোমেন কুমার চাকমা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বাংলাদেশ থেকে তাদের ভারতে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় হাইকমিশনকে চিঠি পাঠালেও সাড়া মেলেনি। এখনো পর্যন্ত ফেরত নেওয়ার আশ্বাস মেলেনি।’ বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ডিডি) মাহফুজুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে স্থলবন্দরের ইয়ার্ডের ভিতরেই ট্রাক ও চালকদের রাখা হয়েছে।

সর্বশেষ খবর