সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

শিলাবৃষ্টিতে স্বপ্নভঙ্গ তরমুজ চাষিদের

ঝালকাঠি প্রতিনিধি

শিলাবৃষ্টিতে স্বপ্নভঙ্গ তরমুজ চাষিদের

রাজপুরে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া তরমুজ খেত -বাংলাদেশ প্রতিদিন

একদিকে মহামারী করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন ঝালকাঠির কয়েক হাজার কৃষি শ্রমিক। এর ওপর শিলাবৃষ্টিতে খেত তছনছ হয়ে যাওয়ায় দিশাহারা জেলার তরমুজ ও বাঙ্গি চাষিরা। এ বছর ভালো ফলন হলেও শিলাবৃষ্টিতে স্বপ্ন ভেঙে গেছে তাদের। রাজাপুর উপজেলার বাগড়ি গ্রামের ধানসিঁড়ি নদী তীর এলাকার প্রায় ১০ বিঘা জমির বাঙ্গি-তরমুজসহ সাথী ফসল শীলাবৃষ্টিতে খেতেই নষ্ট হয়েছে। সর্বস্ব হারিয়ে হতাশার ছাপ চাষিদের চোখে মুখে। জানা যায় প্রতি বিঘা জমিতে বীজ, সার, সেচ, কিটনাশক ও শ্রমিক খরচ বাবদ খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকার বেশি। ফসল ভালো হওয়ায় প্রতি বিঘায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ টাকা। কিন্তু শিলার কারণে লাভ তো দূরের কথা চাষিদের মুলধনও আসবে না। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, এ ক্ষতি পুষিয়ে উঠতে সহজ শর্তে ঋণ ও সরকারি সহযোগিতা প্রয়োজন।

ঋণের ব্যবস্থা না হলে করোনা সমস্যায় কর্ম না থাকায় তাদের না খেয়ে মরতে হবে। রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজউল্লাহ বাহাদুর বলেন, কৃষকদের সঙ্গে ফোন করে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বাগড়ি গ্রামের ধানসিঁড়ি নদী তীর এলাকার ক্ষতিগ্রস্ত বাঙ্গি ও তরমুজের মাঠ পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সাধ্যমতো বীজ ও সার দিয়ে সহায়তা করা হবে।

সর্বশেষ খবর