সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

কচুরিপানায় বন্ধ নৌ-চলাচল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কচুরিপানায় বন্ধ নৌ-চলাচল

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী কচুরিপানায় ঠাসা। ফলে বন্ধ রয়েছে নৌকা চলাচল। শহর থেকে নদীর পুবপাড়ের গ্রামগুলোর মানুষের যাতায়াতও কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বিল থেকে ধান আনা-নেওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রায় তিন-চার মাস ধরে নদীর এ অবস্থা। শহরের মেড্ডা, আনন্দবাজার ও গোপীনাথপুর গ্রামের একটি ঘাটসহ চারটি ঘাট দিয়ে প্রতিদিন খেয়া পাড়ি দিয়ে সীতানগর, কাশীনগর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের শত শত মানুষ শহরে আসা-যাওয়া করে। মেড্ডার খেয়ানৌকার মাঝি হৃদয় জানান, কচুরিপানার কারণে নদী একবার পাড়ি দিতে এক ঘণ্টা লেগে যায়। নদীটি পরিষ্কার থাকলে ৪-৫ মিনিটেই পার হওয়া যায়। কাশীনগর গ্রামের মোহন লাল দাশ জানান, নদীর পুবপাড়ে আমাদের কয়েকটি গ্রাম ছাড়াও বিজয়নগরের চম্পকনগরসহ বিভিন্ন গ্রামের লোক এ নদী পার হয়ে শহরে আসে। নদীটি কচুরিপানায় ঠাসা থাকায় পার হতে তাদের কয়েক গুণ সময় বেশি লাগছে। এ ছাড়া বিলের ধান আনা-নেওয়ায়ও সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিকে নদীতে কচুরিপানা ঠাসা থাকায় অন্য কাজে ব্যবহৃত নৌকা চলাচল বন্ধ পুরোপুরি রয়েছে।

সর্বশেষ খবর