সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় দীর্ঘদিন ধরে জেলা যুবলীগের সহসম্পাদক বিল্লাল মোল্লার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজুর দ্বন্দ্ব চলছে। এর জেরে রবিবার দুপুরে দুই পক্ষে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজু হাওলাদার ও বেল্লাল চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অবশ্য দুজনের কেউ বিজয়ী হতে পারেননি। এর পর থেকে তাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মফিজুল ইসলাম লেলিন বলেন, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ৫ জন সদর হাসপাতালে ভর্তি আছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ।

আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বিল্লাল মোল্লার লাইসেন্স করা বন্দুক থেকেই গুলি করা হয়েছে।

সর্বশেষ খবর