সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চাল জব্দ

ফরিদপুরে আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহ ও ফরিদপুর প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের চরখরিচা বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চালসহ জসিম উদ্দিন নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চালগুলো পাচার করা হচ্ছিল। এ সময় 

পাচারকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল সেট জব্দ করা হয়। এ ঘটনায় স্থানীয় মবিন এন্টারপ্রাইজের ডিলার নুরুল ইসলাম মাস্টার, তার ছেলে মাজহারুল ইসলাম স্বপন, সিরতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মিয়া ও ভ্যানচালক জসিম উদ্দিনকে আসামি করে গতকাল বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে খাদ্য বিভাগ। কোতোয়ালি মডেল থানার ওসি জানান, শনিবার রাতে খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চাল (৩০০ কেজি) ভ্যানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ সময় মাজহারুল ইসলাম স্বপন ও খোকন মিয়া মোটরসাইলে ভ্যানের সঙ্গে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। এদিকে ফরিদপুর জেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে

 খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ইউপি সদস্যের নাম আব্দুর রাজ্জাক। তিনি সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য। এলাকাবাসী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয় তিনি চার দফায় ২২ হতদরিদ্রর খাদ্যবান্ধব সহায়তা প্রকল্পে ১০ টাকা মূল্যের চাল না দিয়ে আত্মসাৎ করেছেন।

সর্বশেষ খবর