সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৭ পুলিশ সদস্য

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত সাতজন পুলিশ সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। গতকাল তাদের ছাড়পত্র দিয়ে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন- কনস্টেবল আবদুস সামাদ, দুলাল কবির, জামাল উদ্দিন, তানজিল আহম্মেদ, আমিনুল ইসলাম, আবদুর রহিম ও সোনিয়া আক্তার। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কনস্টেবল আবদুস সামাদের গত ১৭ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। পর দিন তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আইসোলেশনে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল দ্বিতীয় ও ২৮ এপ্রিল তৃতীয় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়ায় গতকাল তাকে ছাড়পত্র দেওয়া হয়। কনস্টেবল দুলাল কবির ও জামাল উদ্দিনের ১৭ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। এ ছাড়া তানজিল আহম্মেদ, আমিনুল ইসলাম, আবদুর রহিম ও সোনিয়া আক্তারের করোনা পজিটিভ হয় ১৯ এপ্রিল। গত ২৫ এপ্রিল দ্বিতীয় ও ২৯ এপ্রিল তৃতীয় নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ পাওয়া যায়।

সর্বশেষ খবর