সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

আদিতমারীতে করোনা নমুনা সংগ্রহে জটিলতা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ল্যাব টেকনোলজিস্টের অভাবে করোনাভাইরাসের নমুনা সংগ্রহে জটিলতা দেখা দিয়েছে। উপজেলায় প্রথম ব্যক্তির করোনা শনাক্তের পাঁচদিন পরও তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়নি। আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রায় সব সময় চিকিৎসক সংকটে থাকে হাসপাতালটি। হাসপাতালের টেকনোলজিস্ট পদটি দীর্ঘদিন শূন্য থাকায় ল্যাবটি তালাবদ্ধ ছিল। পরে স্থানীয়দের সহায়তায় উম্মে মমেনীন চৌধুরী শিমুল নামে একজন টেকনোলজিস্টকে বিনা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ল্যাব চালু করা হয়। শিমুলকে দিয়ে কয়েকদিন নমুনা সংগ্রহ করা হয়। সম্প্রতি উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় তিনি কাজ করতে অনীহা প্রকাশ করেন বলে জানান করোনা মনিটরিং টিমের সদস্য উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুব আলম। জানা যায়, গত মঙ্গলবার এ উপজেলায় প্রথম শনাক্ত করোনা রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলোশন ওয়ার্ডে ভর্তি করে ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে। প্রয়োজন হলেও টেকনোলজিস্ট না থাকায় গত পাঁচদিনেও ওই রোগীর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর