সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

অনিয়মের অভিযোগ ত্রাণ বিতরণে

তালিকায় নাম থাকলেও ত্রাণ পাননি অনেকে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌর মেয়রসহ কাউন্সিলরদের বিরুদ্ধে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহমান গত ২৫ এপ্রিল ত্রাণ বিতরণে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদনের জন্য ইউএনওকে চিঠি দিয়েছেন। জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে কুমারখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে বরাদ্দ ১৩৫০ প্যাকেট ত্রাণ সংশ্লিষ্ট কাউন্সিলররা পৌর মেয়রের কাছ থেকে গ্রহণ করেন। ওই ত্রাণসামগ্রী ১ থেকে ৩ এপ্রিল অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় তালিকায় অনেকের নাম থাকলেও তাদের ত্রাণ দেওয়া হয়নি। এর কয়েকদিন পর জেলা পুলিশের বিশেষ শাখার অনুসন্ধানে জানা যায়, কুমারখালী পৌরসভার ১, ২, ৪, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে তালিকায় নাম থাকা অনেকে ত্রাণ সামগ্রী পান নাই এবং মাস্টাররোলে টিপসহি বা স্বাক্ষর দেন নাই। তালিকার দুস্থ ও অসহায়দের বরাদ্দকৃত ত্রাণ বিতরণে কাউন্সিলররা পৌর মেয়রের যোগসাজশে অনিয়ম করেছেন বলে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, আমরা কাউন্সিলররা কেউ ৯১টি কেউ ৯৮টি এবং কেউ তার চেয়ে কিছু বেশি নাম দিয়েছি। আর অবশিষ্ট নাম দিয়েছেন মেয়র নিজেই। আমাদের (কাউন্সিলর) মাস্টাররোলে স্বাক্ষর দিতে হয়েছে। পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ বলেন, ‘সরকারি ত্রাণসামগ্রী বিতরণে কোনো অনিয়ম হয়নি। যারা ত্রাণ পায়নি তাদের নাম ওএমএস’র তালিকায় দেওয়া হয়েছে।’

 কিন্তু মাস্টাররোল প্রস্তুতের আগে তাদের নাম সংশোধন করা হয়নি, এটাই ভুল হয়েছে।’

সর্বশেষ খবর