মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

ইট ভাটার ধোঁয়ায় ধান নষ্ট

নীলফামারী প্রতিনিধি

ইট ভাটার ধোঁয়ায় ধান নষ্ট

নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় ১০০ একর জমির ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের মাঝাপাড়া গ্রামেই রয়েছে পাঁচটি ইটভাটা। এসব ভাটা বন্ধ করার আগে ছেড়ে দেওয়া বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় চলতি বোরো মৌসুমের বিআর-২৮ ও বিআর-২৯  ধান সম্পুর্ণ নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। দ্রুত ইটভাটাগুলো অপসারণ চেয়ে কৃষকরা বলছেন, বর্গাচাষি হওয়ায় উঠতি ধান নষ্টের কারণে ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কৃষি কর্মকর্তার তদন্ত রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর