মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় মানুষ ঘরে ফেরাতে হিমশিম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মানুষ ঘরে ফেরাতে হিমশিম

বগুড়া শহরে যান চলাচল নিয়ন্ত্রণসহ মানুষ ঘরে ফেরাতে প্রতিদিন নিরলসভাবে কাজ করছে পুলিশ। ছবিটি গতকাল শহরের বড়গোলা মোড় থেকে তোলা

বগুড়ায় লকডাউন থাকলেও অনেকেই মানছেনা। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ থাকছেন বাসাবাড়ির বাইরে। অনেক মোটরসাইকেল, রিকশা, প্রাইভেট গাড়ি, অটো চার্জারের সড়কে চোখে পড়ছে। বগুড়া সদর থানা পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা দিনভর চেষ্টা চালিয়ে মানুষ ও যানবাহন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে।

যান চলাচল নিয়ন্ত্রণসহ মানুষ ঘরে ফেরাতে নিরলস কাজ করছেন পুলিশ সদস্যরা।

 অযথা বাইরে থাকা লোকদের ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

হ্যান্ড মাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষকে বিনা কারণে ঘর থেকে বের হতে নিষেধ করছেন। অপ্রয়োজনে যান চলাচলও নিষেধ করা হচ্ছে। সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, সাধারণ ছুটির মেয়াদ বেড়েছে। এই সময়ে আমরা সবাই একটু ধৈর্যের পরিচয় দিলে বগুড়া সুরক্ষিত থাকবে। করোনা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর