মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

মাটির নিচে মাদকের ভান্ডার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর সীমান্তে মাটির নিচে বস্তায় করে লুকিয়ে রাখা অবস্থায় দুই হাজার ২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) দাউদপুর ক্যাম্পের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেন বিজিবি। গতকাল সকালে দিনাজপুরের বিরামপুর সীমান্তের দক্ষিণ দাউদপুর কবিরাজ পাড়া এলাকা ভারতীয় ২৯০/২৭ এস পিলারের ৫০ গজ বাংলাদেশ অভ্যান্তর থেকে ওই মালামালগুলো উদ্ধার করা হয়। ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর