বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

বাগানে নষ্ট হচ্ছে পেয়ারা

ঝিনাইদহ প্রতিনিধি

বাগানে নষ্ট হচ্ছে পেয়ারা

করোনার প্রভাবে ঝিনাইদহের বিভিন্ন বাগানে নষ্ট হচ্ছে থাই পেয়ারা। এতে লোকসানের মুখে পড়েছেন বাগান মালিকরা। কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, এ বছর জেলার ছয় উপজেলায় এক হাজার আট হেক্টর জমিতে পেয়ারা আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৯৬৫ মেট্রিকটন। জানা যায়, ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে থাই পেয়ারা চাষ করে লাভবান হয়েছেন কয়েকশ বাগান মালিক। এ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় ঝিনাইদহের স্থানীয় বাজারে বেড়েছে পেয়ারার চাহিদা। তবে পরিবহন সংকটের কারণে ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো যাচ্ছে না। এতে গাছেই পচে নষ্ট হচ্ছে পেয়ারা। পেয়ারা বাজারে সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন এর সঙ্গে জড়িত শ্রমিকরাও।

 ঝিনাইদহ কৃষি বিভাগের উপ-পরিচালক কৃপাংশ শেখর বিশ্বাস জানান, পেয়ারা বাজারে সরবরাহ ও পরিবহনের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করা হয়েছে। যদি কোনো চাষি সমস্যায় পড়েন তাহলে কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।

সর্বশেষ খবর