বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

তিন শিকারি আটক, ফাঁদে আটকা ২২ হরিণ অবমুক্ত

সুন্দরবন সুরক্ষায় অভিযান

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অভিযান চালিয়ে গতকাল ভোররাতে তিন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় বনের ভিতর পেতে রাখা ফাঁদে আটকে থাকা ২২টি চিত্রল হরিণ উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৩০ কেজি হরিণের মাংস, ৭০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, তিনটি ট্রলার ও একটি নৌকা। আটক ২২টি হরিণ ফের সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। আটকরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার জয়নাল খার ছেলে আবুল, হরিপদ মিস্ত্রীর ছেলে সঞ্জয় ও খুলনার দাকোপ উপজেলার মালেক শেখের ছেলে আসাদুল। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে চোরা হরিণ শিকারি চক্র বনের শ্যালারচর-কুকিলমুনি এলাকায় ঢুকেছে-এমন তথ্য পেয়ে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীনকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। জয়নালের নেতৃত্বে সুন্দরবনের শ্যারারচর, কুকিলমুনি ও জ্ঞানপাড়া কর্মকর্তা-বনরক্ষীরা অভিযান শুরু করেন। মঙ্গলবার ভোররাতে শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় তিনটি ট্রলার ও একটি নৌকা আটক করা হয়। ট্রলার থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ আটক করা হয় তিন শিকারিকে। পরে টিয়ারচর এলাকায় তল্লাশি চালিয়ে বনের মধ্যে পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে আটকে থাকা ২২টি জীবিত হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।

আটক তিনজনের বিরুদ্ধে বন আইনে মামলা করে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর