বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা
পারিশ্রমিক আত্মসাতের অভিযোগ

শ্রমিকদের অবরোধ বিক্ষোভ

টাকা ফেরতের আশ্বাসে কাজে যোগদান

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর শ্রমিকদের পারিশ্রমিকের ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ রেখে শ্রমিকরা গতকাল তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় পাওনা টাকা ফেরতের দাবিতে বন্দরের ৫ নম্বর গেটে দফায় দফায় বিক্ষোভ করেন তারা। বিক্ষুব্ধ শ্রমিকদের চাপের মুখে বন্দরের শ্রমিকনেতা নকিমউদ্দিন মোল্লা টাকা ফেরতের আশ্বাস দিলে তারা কাজে যোগ দেন। বন্দর শ্রমিকদের দুটি সংগঠন নকিমউদ্দিনের কাছ থেকে অঙ্গীকারনামা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।  বেনাপোল বন্দরে কর্মরত শ্রমিক সংগঠন ৮৯১ এর সভাপতি কলিমউদ্দিন জানান, তার সংগঠনের শ্রমিক সংখ্যা ৬১৪ জন। বন্দরের ক্রেন সাইডের মালামাল লোড আনলোড খাত থেকে প্রতিদিন মজুরি এবং বখশিশের একটি অংশ জমা হয় সংগঠনের নেতা নকিমউদ্দিনের কাছে। গত ১০ বছরে তার কাছে জমা টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ। করোনার কারণে শ্রমিকরা এখন বেকার, তাদের ঘরে খাবার নেই। এ অবস্থায় আমরা সংগঠনের জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নেই জমা টাকা শ্রমিকদের মধ্যে ভাগ করে দেওয়ার। সিদ্ধান্ত  মোতাবেক নকিমউদ্দিনের কাছে টাকা চাইলে সে টাকা ফেরত দিতে টালবাহানা করতে থাকে।

 শ্রমিক নেতা নকিমউদ্দিন টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করে বলেন, সংগঠনের কিছু টাকা তার কাছে ছিল। ওরা যেটা বলেছে সেটা ঠিক নয়। আমার কাছ থেকে স্ট্যাম্পে সই করিয়ে নিয়েছে। পরস্পর বিরোধী বক্তব্য ও শ্রমিকদের টাকা আত্মসাতের ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর