বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা
ভ্যানের ওপর সন্তান প্রসব

দুটি তদন্ত কমিটি গঠন

সাতক্ষীরা প্রতিনিধি

হাসপাতালে ভর্তি হতে না পেরে সাতক্ষীরা সদর হাসপাতালের গেটের সামনে ভ্যানের ওপর এক নারীর সন্তান প্রসবের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন পৃথক এই কমিটি গঠন করেন। এদিকে গতকাল খাদ্যসামগ্রী নিয়ে শিশু রুদ্র দাস ও তার মাকে দেখতে যান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। জেলা প্রশাসক বলেন, নবজাতকের জন্য শিশুখাদ্য ও তার মায়ের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার জন্য খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেনের পক্ষ থেকে অর্থ ও প্রধানমন্ত্রীর পাঠানো খাদ্য সহায়তা পৌঁছে দিতে তিনি সেখানে যান।  সাতক্ষীরা সদর হাসপাতালের গেটের সামনে চত্বরে ভ্যানের ওপর ছেলে সন্তান জন্ম দেন গৃহবধূ শিমুলী রানী দাস। তিনি ঘোনা ইউনিয়নের বিধান দাসের স্ত্রী। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুটি প্রতিবেদন হাতে পেলে রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর