বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

দুর্গম চরে ফেলে যাওয়া বৃদ্ধ করোনা আক্রান্ত নন

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলার দুর্গম চরে অসুস্থ অবস্থায় ফেলে যাওয়া সেই বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি মানসিক রোগে আক্রান্ত। অসুস্থ অবস্থায় ফেলে যাওয়া বৃদ্ধকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা এবং দেশজুড়ে হই চই পড়ে যায়। রাজশাহী মেডিকেল কলেজে তার নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর বেড়া স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধের স্বজনদের খোঁজ না পাওয়ায় তাকে গতকাল বিকালে সমাজসেবা অফিসের প্রবেশনাল অফিসারকে অভিভাবক করে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়নে অবস্থিত যমুনা নদীর দুর্গম চরসাফুল্যা গ্রামে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ফেলে রেখে যাওয়া হয়। ওই বৃদ্ধের শরীরে জ্বর, সর্দি, কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ ছিল। এলাকাবাসীর ধারণা করোনাভাইরাসের উপসর্গ থাকার কারণেই কোনো নৌকা থেকে বৃদ্ধকে সেখানে নামিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর