বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

মৃত্যুর তিন দিন পর করোনা পজিটিভ!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলায় বুক ব্যথায় মারা যাওয়ার তিন দিন পর সোমবার এক ইটভাটা শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর আগে তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিলনা বলে জানায় তার পরিবার। মৃত ইটভাটা শ্রমিক সঞ্চয় দেব (২৯) দিনাজপুর সদরের উত্তর গোবিন্দপুর দেশীয়াপাড়ার বাসিন্দা। এর মধ্য দিয়ে জেলায় প্রথম কোন করোনা রোগীর মৃত্যু হলো। গতকাল ওই গ্রামের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা।

সোমবার রাতে দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ নমুনা পরীক্ষার ফলাফলে মৃত ব্যক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়ার খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, ১ মে সদর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের ইটভাটা শ্রমিক সঞ্চয় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে।

সর্বশেষ খবর