বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

নকল নবিসদের মানবেতর জীবন

নাটোর প্রতিনিধি

করোনা প্রাদুর্ভাবের পর থেকে নাটোর জেলার ছয়টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ২০০ জন নকল নবিস কর্মহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কবে নাগাদ তাদের পারিশ্রমিকের টাকা পাবেন তার নিশ্চয়তা দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নকল নবিসরা জানান, তারা আইন মন্ত্রণালয়ের অন্তর্গত রেজিস্ট্রেশন বিভাগের আওতায় জমির স্থায়ী রেকর্ডের এবং ভিন্ন ভিন্ন স্মারকের ভিত্তিতে সরকারি বালাম লেখার কাজে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। তাদের নির্দিষ্ট কোনো বেতন নেই। সরকারি বালামের প্রতি পাতা হিসেবে ২৪ টাকা হারে পারিশ্রমিক পান। নাটোর নকলনবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি আদিলুর রহমান জানান, এমনিতেই বেশিরভাগ নকল নবিসের ৮-৯ মাসের লেখনি বাবদ মজুরি পাওনা রয়েছে।

সর্বশেষ খবর