বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

বালুমহালের ইজারার মেয়াদ বৃদ্ধির দাবি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বালুমহালের ইজারার মেয়াদ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দিয়েছে ইজারাদার সমিতি। গতকাল দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করেন, এ জেলার ১৫টি বালুমহাল এক বছরের জন্য ইজারা নেন তারা। জেলা প্রশাসক ইজারা চুক্তিতে স্বাক্ষর করেন। বছরের শুরুতে তীব্র শীত ও কুয়াশার মধ্যে বালু উত্তোলন কার্যক্রম বাঁধাগ্রস্ত হয়।

এর মধ্যে কিছু বালুমহাল সংশ্লিষ্ট সড়কে নির্মাণ কাজ ও নদী খননে ড্রেজার মেশিন ব্যবহার করায় বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম ব্যাহত হয়। বর্তমানে করোনা ভাইরাসের কারণে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।

লকডাউনের মধ্যেই প্রশাসনের নিয়ম অনুযায়ী ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। চুক্তিতে এক বছরের ইজারার কথা থাকলেও সে সময়টুকু দেওয়া হয়নি বলে দাবি করেন তারা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সব ইজারাদার। লাভের বদলে লোকসান গুণতে হচ্ছে।

সর্বশেষ খবর