বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

ঈদ উপহার মেস ভাড়া মওকুফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

করোনার কারণে শিক্ষার্থীদের ঈদের উপহার হিসেবে দুইটি মেসের ৬ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন মেসমালিক ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের আপিল সহকাআব্দুল্লাহ আল মামুন। মঙ্গ ন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে গতকাল তিনি স্ট্যাটাস দেন ও মেসে গিয়ে শিক্ষার্থীদের ভাড়া দিতে হবেনা বলে জানান। আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকার পুরস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে।

বন্ধের সময়ে আমার একটি ছাত্রাবাস ও অপর একটি ছাত্রীনিবাসে থাকা ৫০ জন শিক্ষার্থীর ৬ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি। মামুন বলেন, অধিকাংশ শিক্ষার্থী গ্রাম থেকে লেখাপড়া করতে আসে। তাদের বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের।

ছাড়াও চলমান পরিস্থিতিতে সবার পরিবারের উপার্জন থেমে আছে। শিক্ষার্থীদের হাতেও টিউশনি নেই। ঠাকুরগাঁও সদর উপজেলা গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান-ই হাবিব বলেন, এই অসময়ে শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য মামুনকে ধন্যবাদ জানাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর