বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

ট্রাকে ব্যানার লাগিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ

লালমনিরহাট প্রতিনিধি

ট্রাকে ব্যানার লাগিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ

করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় কৃষি শ্রমিক লেখা ব্যানার টাঙিয়ে ট্রাকে করে লালমনিরহাট থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাচ্ছে শ্রমজীবী মানুষ। ট্রাকে কৃষি শ্রমিক লেখা থাকলেও তাদের অধিকাংশই গার্মেন্ট কর্মী বলে জানা গেছে। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রবেশদ্বার তিস্তা সড়ক সেতুর টোল আদায়ে নিয়োজিত এক কর্মচারী জানান, প্রতিদিন শতাধিক ট্রাকে মানুষ কর্মস্থলে যাচ্ছে। বিশেষ করে রাতে যেসব ট্রাক যাচ্ছে সেগুলোতে মানুষ বেশি থাকে। খাদ্যসহ বিভিন্ন পণ্য নিয়ে আসা ট্রাক লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে ফিরে যাওয়ার সময় শ্রমজীবী মানুষ নিয়ে যাচ্ছে। তিস্তা সড়ক সেতু টোল এলাকায় দায়িত্বে থাকা পুলিশের এসআই হাফিজুর রহমান জানান, ট্রাকে মানুষ যাচ্ছে সত্যি। ট্রাক আটকালে তারা নিজেদের কৃষি শ্রমিক দাবি করেছে। তাছাড়া ট্রাকে কৃষিশ্রমিক বহনের ব্যানার লাগানো থাকে।

সর্বশেষ খবর