বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

শিশুর শিকলে বাঁধা জীবন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শিশুর শিকলে বাঁধা জীবন

গাছের সঙ্গে শিকলে বাঁধা পারভেজ

সোনাতলা উপজেলার পল্লীতে শিকলে বাঁধা অবস্থায় দিন কাটছে পারভেজ (১২) নামে এক শিশুর। পারভেজ জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের শফিকুল ইসলাম ও পারভীন দম্পতির ছেলে। জানা যায়, জন্মের পর শিশুটি স্বাভাবিকভাবে বেড়ে উঠলেও দুই বছর আগে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় সে। এরপর মানসিক ভারসম্য হারিয়ে ফেলে। অনেক চেষ্টা করে তাকে স্বাভাবিক জীবনে ফেরানো যায়নি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে মা-বাবাসহ অন্য শিশুদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। খেলার ছলে কোথাও গিয়ে হারিয়ে যায়। কয়েকবার খোঁজাখুঁজি করে তাকে ফিরে পেয়ে শিকলে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয় অভিভাবকরা। শফিকুল ইসলাম জানান, তাদের আরও দুই সন্তান রয়েছে। তিন সন্তানের মধ্যে দুজনই শারীরিক প্রতিবন্ধী। এর মধ্যে পারভেজকে বেঁধে রাখতে হচ্ছে।

স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী জানান, পুরো ইউনিয়নের খোঁজখবর রাখা তার পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য তাকে কখনো জানায়নি। সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন জানান, বাবা-মা চাইলে শিশুটিকে প্রতিবন্ধীর তালিকায় এনে ভাতার ব্যবস্থা করা যেতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর