বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৬

প্রতিদিন ডেস্ক

নাটোর ও পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুটি শিশু নিহত হয়েছে। এছাড়া চার জেলায় সড়কে প্রাণ গেছে আরও চারজনের। প্রতিনিধিদের খবর- নাটোর : বড়াইগ্রামে দুই প্রাইভেট কারের সংঘর্ষে আয়রা মণি (চার মাস) নামে এক শিশু নিহত ও একই পরিবারের তিনজনসহ ৬ জন আহত হয়েছেন। বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়রা রাজশাহীর বাঘা উপজেলার মণিপুর গ্রামের আতিকুর রহমান সুজনের মেয়ে। তারা বাগাতিপাড়ায় থেকে ঢাকায় ফিরছিলেন। পঞ্চগড় : সদর উপজেলার ডিয়াবাড়ি এলাকায় গতকাল ট্রাক্টরের ধাক্কায় রাফিক হাসান সাকিব (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাকিব ওই গ্রামের রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের ছেলে। দিনাজপুর : খানসামায় গতকাল সকালে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে বিকাশ চন্দ্র রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকাশ রায় (২৮) খানসামার দুবুলিয়া গ্রামের বিরেন্দ্র বিশ্বাসের ছেলে। চাঁদপুর : হাজীগঞ্জে পিকআপ উল্টে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। এ সময় আহত হয়েছেন ৮ শ্রমিকসহ ৯ জন। হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত বাচ্চু মিয়া (৪২) শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নীলফামারী : কিশোরগঞ্জ-রংপুর সড়কের জুম্মাপাড় এলাকায় মঙ্গলবার বিকালে কাভার্টভ্যান-ট্রাক সংঘর্ষে আবু কালাম (৫৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের রংপুর মেডিকেল ভর্তি করা হয়েছে। নিহত কালাম ঢাকার গুলশান এলাকার শেখ হাসেমের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : কসবা উপজেলার তিনলাখ পীর নামক স্থানে মঙ্গলবার বিকালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাজেদা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন। সাজেদা কসবা উপজেলার শিকারপুর গ্রামের শামসুল করীমের স্ত্রী।

সর্বশেষ খবর