বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

৩ ইউপি চেয়ারম্যান মেম্বার বরখাস্ত

মাদারীপুর ও শ্রীমঙ্গল প্রতিনিধি

করোনার প্রাদুর্ভাবের মধ্যে অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়াসহ নানা অনিয়মের অভিযোগে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নোটিস জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস। এর আগে ২০১২ সালে তিনি চেয়ারম্যান থাকাকালে অনুমতি ছাড়া বিদেশ গমন করায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন।

এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে উপজেলার কালাপুর ইউনিয়নের দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরা হলেন- ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান ও ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা আক্তার রুপা। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ইউএনও নজরুল ইসলাম জানান, সাময়িক বরখাস্ত করে কারনদর্শানোর জন্য বলা হয়েছে।

সর্বশেষ খবর